menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কি আমার হাসি Tumi Ki Amar Hasi Mukher

Minar Rahmanhuatong
simonsmrhuatong
Lirik
Rekaman
তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে

তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে

তুমি আমার হাসি মুখের আবার কারণ হবে

তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে

দেবোনা জল আসতে চোখে, কোন দিও আর

আর একটি বার দাও যদি জল মুছার অধিকার

দেবোনা জল আসতে চোখে, কোন দিও আর

আর একটি বার দাও যদি জল মুছার অধিকার

তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে

তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে

আমি তোমার নতুন ভোর এর সূর্য হতে চাই

আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই

আমি তোমার নতুন ভোর এর সূর্য হতে চাই

আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই

দেবোনা জল আসতে চোখে, কোন দিও আর

আর একটি বার দাও যদি জল মুছার অধিকার

দেবোনা জল আসতে চোখে, কোন দিও আর

আর একটি বার দাও যদি জল মুছার অধিকার

তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে

তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে

মুছে ফেল অভিমানের, দাগটি তুমি এবার

হাসির আলোয় আমায় কর আলোকিত আবার

মুছে ফেল অভিমানের, দাগটি তুমি এবার

হাসির আলোয় আমায় কর আলোকিত আবার

দেবোনা জল আসতে চোখে কোন দিও আর

আর একটি বার দাও যদি জল মুছার অধিকার

দেবোনা জল আসতে চোখে কোন দিও আর

আর একটি বার দাও যদি জল মুছার অধিকার

তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে

তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে

Selengkapnya dari Minar Rahman

Lihat semualogo

Kamu Mungkin Menyukai