menu-iconlogo
huatong
huatong
avatar

Ja Pakhi Jare Ure

Mita Chatterjeehuatong
sharonagal2005huatong
Lirik
Rekaman
যা পাখি, যা রে উড়ে

খাঁচার বাঁধন ছিঁড়ে

ডাকছে আকাশ তোকে

মেঘেরই সুরে সুরে

যা পাখি, যা রে উড়ে

খাঁচার বাঁধন ছিঁড়ে

ডাকছে আকাশ তোকে

মেঘেরই সুরে সুরে

যা পাখি, যা রে উড়ে

মেলে দে মুক্ত ডানা

মনের নতুন ঠিকানায়

মেলে দে মুক্ত ডানা

মনের নতুন ঠিকানায়

এভাবে বন্ধ খাঁচাতে

আর কি তোকে মানায়?

এভাবে বন্ধ খাঁচাতে

আর কি তোকে মানায়?

যা যা রে তুই ফিরে তোর আপন ঘরে

যা যা যা রে তুই ফিরে তোর আপন ঘরে

যা পাখি, যা রে উড়ে

খাঁচার বাঁধন ছিঁড়ে

ডাকছে আকাশ তোকে

মেঘেরই সুরে সুরে

যা পাখি, যা রে উড়ে

খুঁজে নে তোর পৃথিবী

চেনা গানেরই ভাষায়

খুঁজে নে তোর পৃথিবী

চেনা গানেরই ভাষায়

এঁকে নে স্বপ্ন দু′চোখে

নতুন ভোরের আশায়

এঁকে নে স্বপ্ন দু'চোখে

নতুন ভোরের আশায়

নিজেকে চিনে নে তুই মনের ভীড়ে

নিজেকে চিনে নে তুই মনের ভীড়ে

যা পাখি, যা রে উড়ে

খাঁচার বাঁধন ছিঁড়ে

ডাকছে আকাশ তোকে

মেঘেরই সুরে সুরে

যা পাখি, যা রে উড়ে

যা পাখি, যা রে উড়ে

যা পাখি, যা রে উড়ে

যা পাখি, যা রে উড়ে

Selengkapnya dari Mita Chatterjee

Lihat semualogo

Kamu Mungkin Menyukai