গানঃ- সাধ পূর্ণ হয় না
কণ্ঠশিল্পীঃ-:মিতালী মুখার্জী ও কুমার শানু
আপলোড বাইঃ-শাহরিয়ার ইসলাম
চয়েজ বাইঃ-শাহরিয়ার ইসলাম
মেয়েঃ-ভালোবাসার সাধ
পূর্ণ তো হয় না
কারো কোন দিন ,
ভালোবাসার সাধ
পূর্ণ তো হয় না
কারো কোন দিন।
একটি জনমের
শোধ করা যায় না
তোমার প্রেমের এই ঋণ,,,,,,,
ছেলেঃ- ভালোবাসার সাধ
পূর্ণ তো হয় না
কারো কোন দিন,
আপলোড বাইঃ-শাহরিয়ার ইসলাম
চয়েজ বাইঃ-শাহরিয়ার ইসলাম
মেয়েঃ- এ জীবন যেন
এক স্বপ্নের ঘোর
সাজাতে সাজাতে
হয়ে যায় ভোর,
ছেলেঃ- তবুও যেটুকু
সময় পাবো
শত জনমের প্রেম
দিয়ে যাব।
মেয়েঃ- প্রেমের সাগরে
দুই ফোটা জল হয়ে
হব দুজনে বিলীন,,,,,,
ছেলেঃ- ভালোবাসার সাধ
পূর্ণ তো হয় না
কারো কোন দিন,
ভালোবাসার সাধ
পূর্ণ তো হয় না
কারো কোন দিন।
আপলোড বাইঃ-শাহরিয়ার ইসলাম
চয়েজ বাইঃ-শাহরিয়ার ইসলাম
ছেলেঃ- পলাতক সময় কে
থামিয়ে দিয়ে
জনম ও জনম রোবো
তোমাকে নিয়ে।
মেয়েঃ- তোমারি দুহাতে
জগৎ আমার
তুমি ছাড়া
কিছুই চাই না তো আর।
ছেলেঃ- প্রেমের আবিরে
দুই ফোটা রং হয়ে
হবো দুজনে রঙিন,,,,,
ভালোবাসার সাধ
পূর্ণ তো হয় না
কারো কোন দিন,
ধন্যবাদ