Title: Ekjone 
Singer: Habib Wahid 
Upload By: Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ 
@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ 
তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু 
তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু 
একজনে আছে এই দুনিয়ায় 
যাকে নিয়ে স্বপ্ন সাজাই 
রেখেছি তাকে মনের আঙিনায় 
তাকে নিয়ে ছন্দ গোছাই 
সে আছে অনেক দূরে …তবু 
অনেক কাছে বলে মনে হয় 
তার মনের প্রেম নিয়ে… গল্প 
লিখি পায়ে রূপকথার পরিচয় 
তার মত শোভন এই দুনিয়ায় 
কেউ নেই আর 
গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে 
সে প্রেমের কারিগর… 
তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু 
তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু 
মনেরও বাগানে শত শত ফুল 
তাকে দেব বলে ভাবি 
একজোড়া কপোতকে ডেকে বলি 
“তোরা কি ফুল দিতে যাবি? 
সে গোপনে ভালবেসে যায় 
আড়ালে নিজেকে রাখতে চায় 
তার প্রেমকে রেখে দিই 
প্রিয় গানের সুরের বাঞ্জনায়, 
আমিও আড়ালে থাকি এ মনের 
আবেগ সহচর 
একজনে আছে এই দুনিয়ায় 
যাকে নিয়ে স্বপ্ন সাজাই 
রেখেছি তাকে মনের আঙিনায় 
তাকে নিয়ে ছন্দ গোছাই 
For Any Karaoke Music Track Order, Please Call Us @ +8801798534540 
তিনটি গোলাপ লাল হলুদ সাদা 
এনে তাকে দিতে চাই, 
একবার আসুক সে সামনে আমার 
প্রাণ ভরে দেখতে চাই 
তার জন্যেই তো সব রাখা 
সে কথা জানে আমার বিধাতা, 
ফুল, পাখিকে তার গল্প বলি 
সে আমার অবিনাশী কবিতা 
মনে পড়লেই তাকে ওঠে আবেগী 
ঝড়, নিরন্তর 
একজনে আছে এই দুনিয়ায় 
যাকে নিয়ে স্বপ্ন সাজাই 
রেখেছি তাকে মনের আঙিনায় 
তাকে নিয়ে ছন্দ গোছাই 
তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু 
তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু