ফুলো বনে ফুলো মধু
ফুলো বনে ফুলো মধু
চুপিচুপি খাইয়ো রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ও রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ফুলো বনে ফুলো মধু
ফুলো বনে ফুলো মধু
চুপিচুপি খাইয়ো রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ও রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ফুলে ফুলে বইয়ো ভ্রমর
হইয়া ফুলের অলি
সেই ফুলে বইয়ো না ভ্রমর
যেই ফুলে নাই কলি'রে
যেই ফুলে নাই কলি
ফুলে ফুলে বইয়ো ভ্রমর
হইয়া ফুলের অলি
সেই ফুলে বইয়ো না ভ্রমর
যেই ফুলে নাই কলি'রে
যেই ফুলে নাই কলি
ফুলের আদর পাইয়া ভ্রমর
ফুলের আদর পাইয়া ভ্রমর
ফুলেই আসন লইয়ো রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ও রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
নানান জাতের ফুল ভ্রমরা
একই জাতের মধু
মনের সুখে উইড়া উইড়া
খাইয়ো তুমি শুধু'রে
খাইয়ো তুমি শুধু
নানান জাতের ফুল ভ্রমরা
একই জাতের মধু
মনের সুখে উইড়া উইড়া
খাইয়ো তুমি শুধু'রে
খাইয়ো তুমি শুধু
মনের যত গোপন কথা
মনের যত গোপন কথা
কইয়ো কানে কানে রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ও রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ফুলো বনে ফুলো মধু
ফুলো বনে ফুলো মধু
চুপিচুপি খাইয়ো রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ও রসের ভ্রমরা
নিশি রাইতে ফুলো বনে যাইও
ও রসের ভ্রমরা