menu-iconlogo
logo

Boiya Jare Chokher Pani

logo
Lirik
বইয়া যারে চোখের পানি

চোখে বইয়া যা

বইতে বইতে চক্ষু আমার

নদী হইয়া যা ,,আর

সেই নদীর ও জলে আমার

জীবন লইয়া যা,,রে

জীবন লইয়া যা

বইয়া যারে চোখের পানি

চোখে বইয়া যা

গানটি ভালো লাগলে ইনবাইট

করতে ভুলবেন সাথে লাইক

আরও গানের জন্য আমার সংবুক

থেকে ঘুরে আসতে পারেন

মাটিরে তুই সাধ করে খা

আমার মাটির দেহ

বুঝবো পেলাম মরার আগে

কারো আদর স্নেহ

Hasi

মাটিরে তুই সাধ করে খা

আমার মাটির দেহ

বুঝবো পেলাম মরার আগে

কারো আদর স্নেহ

এত কষ্ট কেন এই জীবনে

বিধি কইয়া যা রে

বিধি কইয়া যা

বইয়া যারে চোখের পানি

চোখে বইয়া যা

প্লিজ কেউ কপি বা রি আপলোড

দিবেন না আমার অনুমতি ছাড়া

আমাকে ফলো দিয়ে এক্টিভ থাকুন

প্রেমের আতর চন্দন লোবান

সুরমা চোখে এঁকে

প্রানের পাখি উড়াল দেরে

দেহ খাচা থেকে,,

প্রেমের আতর চন্দন লোবান

সুরমা চোখে এঁকে

প্রানের পাখি উড়াল দেরে

দেহ খাচা থেকে,,

এত কষ্ট কেন এই জীবনে

বিধি কইয়া যা রে

বিধি কইয়া যা

বইয়া যারে চোখের পানি

চোখে বইয়া যা

বইতে বইতে চক্ষু আমার

নদী হইয়া যা ,,আর

সেই নদীর ও জলে আমার

জীবন লইয়া যা,,রে

জীবন লইয়া যা

বইয়া যারে চোখের পানি

চোখে বইয়া যা

সমাপ্ত

Boiya Jare Chokher Pani oleh Monir Khan - Lirik & Cover