menu-iconlogo
huatong
huatong
msreza--cover-image

তুমি ছুঁয়ে দিলে সোনার এই অঙ্গে যখন

M.S.REZAhuatong
❁༄ᴹ᭄toma࿐❁huatong
Lirik
Rekaman
গানঃ তুমি ছুঁয়ে দিলে সোনার এই অঙ্গে যখন

শিল্পীঃ শাকিলা জাফর এবং পলাশ

[  ] Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

Ⓕতুমি ছুঁয়ে দিলে সোনার এই অঙ্গে যখন

ধুক ধুক করে এই বুকটা তখন

তুমি ছুঁয়ে দিলে সোনার এই অঙ্গে যখন

হা ধুক ধুক করে এই বুকটা তখন

খুলে দাওনা তুমি এই মনেরি তালা

আছে তোমার কাছে চাবি এখন

Ⓜতুমি ছুঁয়ে দিলে আমার এই অঙ্গ যখন

ধুক ধুক করে এই বুকটা তখন

দিতে চাই যে খুলে ঐ মনেরি তালা

আছে আমার কাছে চাবি এখন

Ⓕবলে বলে হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓜবলে বলে হো ও ও ও জ্বলে জ্বলে

Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

Ⓕযাই জ্বলে যাই, যাই পুড়ে যাই

কুমারীর এই সারা অঙ্গ

নাও কাছে নাও, দাও সাড়া দাও

চাই যে তোমারি সঙ্গ

Ⓜহৈ বলে বলে হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓕবলে বলে হো ও ও ও জ্বলে জ্বলে

যাই জ্বলে যাই যাই পুড়ে যাই

কুমারীর এই সারা অঙ্গ

নাও কাছে নাও, দাও সাড়া দাও

চাই যে তোমারি সঙ্গ

Ⓜবন্ধ ঘরে অন্ধকারে

এক হয়ে যাই দুটি মন

Ⓕবলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓜবলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

Ⓜনরম নরম তোমার ছোঁয়ায়

গরম লাগে এই মনে

পরম সুখে, আমার বুকে

নিতে চাই সঙ্গপনে

Ⓕবলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓜহৈ বলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

নরম নরম তোমার ছোঁয়ায়

গরম লাগে এই মনে

পরম সুখে, আমার বুকে

নিতে চাই সঙ্গপনে

Ⓕফুল শয্যায়, মরি লজ্জায়

ভয় লাগে প্রথম প্রথম

Ⓜবলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓕহা বলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓜতুমি ছুঁয়ে দিলে আমার এই অঙ্গ যখন

ধুক ধুক করে এই বুকটা তখন

দিতে চাই যে খুলে ঐ মনেরি তালা

আছে আমার কাছে চাবি এখন

Ⓕতুমি ছুঁয়ে দিলে সোনার এই অঙ্গে যখন

ধুক ধুক করে এই বুকটা তখন

খুলে দাওনা তুমি এই মনেরি তালা

আছে তোমার কাছে চাবি এখন

Ⓜবলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

Ⓕবলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

ⒻⓂহৈ বলে বলে, হো ও ও ও জ্বলে জ্বলে

The End

Selengkapnya dari M.S.REZA

Lihat semualogo

Kamu Mungkin Menyukai