menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সাদা দিলে কাদা লাগাই গেলি ।

Mujib Pardeshihuatong
chichithorhuatong
Lirik
Rekaman
সাদা দিলে কাদা লাগাই গেলি।

(মুজির পরদেশী)

আমার সাদা দিলে

কাদা লাগাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি,

আমার সাদা দিলে,

কাদা লাগাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি ।।

চাতুরী করিয়া মোরে

বান্ধিয়া পিরিতের ডোরে...,

চাতুরী করিয়া মোরে,

বান্ধিয়া পিড়িতেরই ডোরে,

বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি,

আমার সাদা দিলে,

কাদা লাগাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি।

পিড়িতি আগে বুঝি নাই,

তুই পিড়িতি শিখাই লি তাই,

তুই নিষ্ঠুরে ক্যামনে কইরা ভুলি,

হায়.. পিড়িতি আগে বুঝি নাই

তুই পিড়িতি শিখাই লি তাই,

তুই নিষ্ঠুরে ক্যামনে কইরা ভুলি,

কত না সোহাগ করিয়া

হাউসের পিরিত শিখাইয়া..,

কত না সোহাগ করিয়া,

হাউসের পিরিত শিখাইয়া,

কোন পরানে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি,

আমার সাদা দিলে,

কাদা লাগাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি।

কতদিনের কত কথা,

হ্রদয়ে মোর আছে রে গাঁথা,

তুই কি নিষ্ঠুর ভুইলাছিস সকলি,

হায়!কতদিনের কত কথা,

হ্রদয়ে মোর আছে গাঁথা,

তুই কি নিষ্ঠুর ভুইলাছিস সকলি,

আমি কান্তে কান্তে ঘুমাই যখন,

স্বপ্নে তোরে দেখি তখন...,

কান্তে কান্তে ঘুমাই যখন,

স্বপ্নে তোরে দেখি রে তখন,

পাইনা তোরে আবার চক্ষু মেলী রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি,

আমার সাদা দিলে,

কাদা লাগাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি।

চাতুরী করিয়া মোরে

বান্ধিয়া পিড়িতেরই ডোরে...,

চাতুরী করিয়া মোরে,

বান্ধিয়া পিড়িতেরই ডোরে,

বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি,

আমার সাদা দিলে,

কাদা লাগাই গেলি রে বন্ধুয়া,

সাদা দিলে কাদা লাগাই গেলি।

Selengkapnya dari Mujib Pardeshi

Lihat semualogo

Kamu Mungkin Menyukai