menu-iconlogo
huatong
huatong
nihas--cover-image

পারছি না রে বন্ধু পারছি না

NihAshuatong
💞𝑵𝒊𝒉𝑨𝒔💃𝒀𝑶★𝒀𝑶💃🇧🇩.huatong
Lirik
Rekaman
পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

মিষ্টি ওই মুখ মায়াবী চোখ

পারছি না ভুলতে

টোল পড়া ওই মধুর হাসি

মন কারিয়া আছে

মিষ্টি ওই মুখ মায়াবী চোখ

পারছি না ভুলতে

টোল পড়া ওই মধুর হাসি

মন কারিয়া আছে

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

কত জায়গায় খুইজা দেখলাম

তুমি কোথাও নাই

মনের খাচায় খুইজা দেখলাম

তুমি সেই জায়গায়

কত জায়গায় খুঁজে দেখলাম

তুমি কোথাও নাই

মনের খাচায় খুইজা দেখলাম

তুমি সেই জায়গায়

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

মনটা তোমায় কখন দিলাম

আমি বুঝি নাই....

মনতো দিলাম এখন শুধু

তোমার মনটাই চাই

মনটা তোমায় কখন দিলাম

আমি বুঝি নাই...

মনতো দিলাম এখন শুধু

তোমার মনটাই চাই

বাপের আমি একটাই পোলা

টাকার অভাব নাই

তাজমহলটা তোমার জন্য

আবার তুলতে চাই

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে

পারছি না ভুলতে রে বন্ধু

পারছি না ভুলতে

আসমান থেকে নামছো বুঝি

মন চুরি করতে।

গানটি সেভ করার পর দয়াকরে লাইক দিন

Selengkapnya dari NihAs

Lihat semualogo

Kamu Mungkin Menyukai