menu-iconlogo
logo

Antabihin Kate Na Ar jeno By utthan ghatak

logo
avatar
Nishita barua/UTTHAN GHATAKlogo
🌀GHATAK_STAR•🎻SST🎻•logo
Nyanyi di Aplikasi
Lirik
TRACK BY UTTHAN GHATAK

অন্তবিহীন,কাটে না আর যেন বিরহের এই দিন,

তুমি না আসিলে, ভালো না বাসিলে

তুমি না আসিলে, ভালো না বাসিলে

সুরহীন, তালহীন, কালহীন,

বড়ো শূন্য শূন্য দিন

বড়ো শূন্য শূন্য দিন

বড়ো শূন্য শূন্য দিন।।

MUSIC...TRACK BY UTTHAN GHATAK

পোড়া মন পাগল হলো,

কি করে যে সব কিছু ভোলো হো ?

পোড়া মন পাগল হলো হো ,

কি করে যে সব কিছু ভোলো হো?

বাঁধন সবিই এতো হেলায় খোলো,

আমায় করো রঙ-হীন।

MUSIC....TRACK BY UTTHAN GHATAK

অন্তবিহীনকাটে না আর যেন বিরহের এই দিন,

তুমি না আসিলে, ভালো না বাসিলে

তুমি না আসিলে, ভালো না বাসিলে

সুরহীন, তালহীন, কালহীন,

বড়ো শূন্য শূন্য দিন

বড়ো শূন্য শূন্য দিন

বড়ো শূন্য শূন্য দিন।।

MUSIC....TRACK BY UTTHAN GHATAK

কুয়াশা কুয়াশা ভরা আশা

বোবা হয়ে গেছে সব ভাষা হা,

কুয়াশা কুয়াশা ভরা আশা হা

বোবা হয়ে গেছে সব ভাষা হা,

জীবন মরণ মিলে মিশে গেছে,

কিছু তো নাই রঙীন।

MUSIC....TRACK BY UTTHAN GHATAK

অন্তবিহীনকাটে না আর যেন বিরহের এই দিন,

তুমি না আসিলে, ভালো না বাসিলে

তুমি না আসিলে, ভালো না বাসিলে

সুরহীন, তালহীন, কালহীন,

বড়ো শূন্য শূন্য দিন

বড়ো শূন্য শূন্য দিন

বড়ো শূন্য শূন্য দিন।।

Antabihin Kate Na Ar jeno By utthan ghatak oleh Nishita barua/UTTHAN GHATAK - Lirik & Cover