menu-iconlogo
huatong
huatong
avatar

Rongdhonu valo lage

Nishitahuatong
freudin0huatong
Lirik
Rekaman
রংধনু ভাল লাগে

নীল আকাশ ভাল লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

রংধনু ভাল লাগে

নীল আকাশ ভাল লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

হো ও ও ও ও রংধনু ভাল লাগে

নীল আকাশ ভাল লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

ভাল লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভাল লাগে এক চিলতে রোদ

অকারনে করে ভুল

ভাল লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভাল লাগে এক চিলতে রোদ

অকারনে করে ভুল

ও বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

ভাল লাগে দখিন হাওয়া

চোখ বুজে কিছুক্ষণ

ভাল লাগে স্বপ্ন গুলো

অকারনে করে ভুল

ভাল লাগে দখিন হাওয়া

চোখ বুজে কিছুক্ষণ

ভাল লাগে স্বপ্নগুলো

যাকে ঘিরে মন

ও বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

হো ও ও ও ও রংধনু ভাল লাগে

নীল আকাশ ভাল লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

ও বন্দু তোমায় মনে পড়ে

বন্দু তোমায় মনে পড়ে

Selengkapnya dari Nishita

Lihat semualogo

Kamu Mungkin Menyukai