কিছু কিছু কথা
পার্থ বড়ুয়া
**********************
কিছু কিছু কথা যা আজো
বলা হয়নি তোমায়
ভাবনার অগোচরে ইচ্ছে আজ
যেন খুজেছে তোমায়
এলোমেলো তাইতো মনে হয়
হৃদয় আকাশ বরষা হয়ে
কাছে ডাকে শুধু তোমায়
কিছু কিছু কথা যা আজো
বলা হয়নি তোমায়
**************************
মুখোরিত ক্ষন গুলো কেটে যায়
নিরবে সুখ চুপিসারে ফিরে যায়
মুখোরিত ক্ষন গুলো কেটে যায়
নিরবে সুখ চুপিসারে ফিরে যায়
মনের বারান্দায় না বলা কথা
ভিড় জমায় তবু হৃদয়
ডেকে যায় শুধু তোমায়
কিছু কিছু কথা যা আজো
বলা হয়নি তোমায়
**************************
অবারিত সপ্ন আমার দুচোখে
ময়ুর আকাশ ধূসর হলো এ বুকে
অবারিত সপ্ন আমার দুচোখে
ময়ুর আকাশ ধূসর হলো এ বুকে
ছেঁড়া কবিতার খুজে পাওয়া তুমি হায়
তবু হৃদয় ডেকে যায় শুধু তোমায়
কিছু কিছু কথা যা আজো
বলা হয়নি তোমায়
ভাবনার অগোচরে ইচ্ছে আজ
যেন খুজেছে তোমায়
এলোমেলো তাইতো মনে হয়
হৃদয় আকাশ বরষা হয়ে
কাছে ডাকে শুধু তোমায়
কিছু কিছু কথা যা আজো
বলা হয়নি তোমায়
ভাবনার অগোচরে ইচ্ছে আজ
যেন খুজেছে তোমায়