Hridoyhina (Bitless)
Partha Barua
Band: Souls
Album: Shokti (1995)
-
ফেরারী স্মৃতিগুলো হঠাৎ এসে বলে আমায়
জমে থাকা সুখগুলো কেঁদে যেন ডাকে আমায়।
তাই প্রশ্ন জাগে মনে,
কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।
-
ফেরারী স্মৃতিগুলো হঠাৎ এসে বলে আমায়
জমে থাকা সুখগুলো কেঁদে যেন ডাকে আমায়
তাই প্রশ্ন জাগে মনে,
কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।
Instrumental_Piano
সন্দেহ চুপি চুপি এমনে বাসা বাঁধে
অনুনয় প্রতিবাদের ঝড় তখন শুধু কাঁদে,
মায়াময় একাকিত্বতা বিষাদেরই মাঝে।
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
Instrumental_Lead Guiter
হৃদয়ের রঙতুলি এঁকে যাই ভুল ছবি
না পাওয়ার শূণ্যতা এ বুকের গভীরে।
তবু প্রশ্ন জাগে মনে,
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।
Lyrics: Prince Mahmood
Bitless Playlist