Bela Seshe - Prince Mahmud Lyrics
#Song: Bela Seshe
#Vocal: Prince Mahmud
#Lyric: Ehsan
#Album: Se Kemon Meye (90's)
#Band: From West
#Lyrics -
0:23 বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
0:28 কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
0:33 মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
0:38 সাজিয়ে রেখো মন মণি কোঠায়
0:43 বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
0:48 কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
---------
--------
--------
1:18 বিদায়ের ফুলঝুড়ি গাঁথা হলো না
1:24 স্বপ্নেরা তাই সাজে ফিরে এলো না
1:29 বিদায়ের ফুলঝুড়ি গাঁথা হলো না
1:34 স্বপ্নেরা তাই সাজে ফিরে এলো না
1:39 অশ্রু যা ঝরে গেছে নিভিয়ে আশায়
1:44 সাঝেরি আঁধার কাটে বিলিয়ে আমায়
1:49 বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
1:55 কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
----------
----------
2:26 নীড়হারা এভাবেই কাটবে জীবন
2:31 ব্যাথার মাঝে জানি আসবে মরণ
2:36 নীড়হারা এভাবেই কাটবে জীবন
2:41 ব্যাথার মাঝে জানি আসবে মরণ
2:46 আশার শিশিরটুকু শুধু ঢেকে যায়
2:51 না পাওয়ার স্মৃতি থাকে বিষণ্ণতায়
-----------
----------
3:01 বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
3:06 কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
3:11 মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
3:17 সাজিয়ে রেখো মন মণি কোঠায়
--------
--------
----------