menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Shonar Bangla

Prithwi Raj/Rituraj Mohantyhuatong
rnbetty1972huatong
Lirik
Rekaman
আমার সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি

চিরদিন তোমার আকাশ

তোমার বাতাস আমার প্রাণে

ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি

সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি

ও মা, ফাগুনে তোর আমের বনে

ঘ্রাণে পাগল করে

মরি হায়, হায় রে, ও মা

ফাগুনে তোর আমের বনে

ঘ্রাণে পাগল করে

ও মা, অঘ্রানে তোর ভরা খেতে

কি দেখেছি

আমি কী দেখেছি মধুর হাসি

সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি

কী শোভা, কী ছায়া গো

কী স্নেহ, কী মায়া গো

কী আঁচল বিছায়েছ

বটের মূলে

নদীর কূলে কূলে

মা তোর মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো

মরি হায়, হায় রে

মা তোর মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো

মা তোর বদন খানি মলিন হলে

আমি নয়ন

ও মা আমি নয়ন জলে ভাসি

সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি

Selengkapnya dari Prithwi Raj/Rituraj Mohanty

Lihat semualogo

Kamu Mungkin Menyukai