menu-iconlogo
huatong
huatong
avatar

Akash Bhora Surjo Tara

Rabindra Sangeethuatong
eatmydodohuatong
Lirik
Rekaman
আকাশভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ,

তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,

বিস্ময়ে তাই জাগে আমার গান

আকাশভরা..

অসীম কালের যে হিল্লোলে

জোয়ার ভাঁটায় ভুবন দোলে

অসীম কালের যে হিল্লোলে

জোয়ার ভাঁটায় ভুবন দোলে

নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,

বিস্ময়ে তাই জাগে আমার গান

আকাশভরা..

ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,

ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,

ছড়িয়ে আছে আনন্দেরই দান,

বিস্ময়ে তাই জাগে আমার গান

কান পেতেছি, চোখ মেলেছি,

ধরার বুকে প্রাণ ঢেলেছি,

কান পেতেছি, চোখ মেলেছি,

ধরার বুকে প্রাণ ঢেলেছি,

জানার মাঝে অজানারে করেছি সন্ধান,

বিস্ময়ে তাই জাগে আমার গান

আকাশভরা..

Selengkapnya dari Rabindra Sangeet

Lihat semualogo

Kamu Mungkin Menyukai