menu-iconlogo
huatong
huatong
avatar

ওই চাঁদ মুখে যেন

Rahul AMBhuatong
..RaHuL_star660huatong
Lirik
Rekaman
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

হাজার বছর বেঁচে থাক তুমি

বুকে নিয়ে স্বর্গের সুখ

দুঃখ ব্যথা সব ভুলে যাই যে

দেখলে তোমার ঐ মুখ

হাজার বছর বেঁচে থাক তুমি

বুকে নিয়ে স্বর্গের সুখ

দুঃখ ব্যথা সব ভুলে যাই যে

দেখলে তোমার ঐ মুখ

ফুলও তুমি ফাগুনও তুমি

গন্ধ বিলাও সারাক্ষণ

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

স্বপ্ন তোমার মনে যত আশা

সবই যেন পূর্ণ হয়

আমারি তুমি এই পৃথিবীতে

ও প্রিয়া আর কারো নও

স্বপ্ন তোমার মনে যত আশা

সবই যেন পূর্ণ হয়

আমারি তুমি এই পৃথিবীতে

ও প্রিয়া আর কারো নও

দিনও তুমি রাতও তুমি

ফুরাবে না কভু প্রয়োজন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

Selengkapnya dari Rahul AMB

Lihat semualogo

Kamu Mungkin Menyukai