menu-iconlogo
huatong
huatong
avatar

Keno Je Toke

Raj Barmanhuatong
sirnite77huatong
Lirik
Rekaman
দেখলে তোকে, বদলায় দিন

বদলায় রাত, বদলায় ঘুম

সঙ্গে সময়।

সন্ধ্যে হলে, বন্ধ ঘরে

মনে পড়ে তোরই কথা এমনই হয়।

কেন যে তোকে পাহারা,

পাহারা দিল মন।

কেন রে এতো সাহারা,

সাহারা সারাদিন।

কেন যে তোকে পাইনা,

পাইনা মনে হয়, সারাটা দিন (x2)

চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড়

ততটা আদোর আছে তোকে দেওয়ার।

দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁওয়ার।

কেন যে তোকে পাহারা,

পাহারা দিল মন।

কেন রে এতো সাহারা,

সাহারা সারাদিন।

কেন যে তোকে পাইনা,

পাইনা মনে হয়, সারাটা দিন (x2)

মনেরা মনের কথা যেই শেখালো

মুখেরা দু'চোখ বুজে তাল মেলালো।

তোরই তো রাস্তা ধরে মন পালালো।

কেন যে তোকে পাহারা,

পাহারা দিল মন।

কেন রে এতো সাহারা,

সাহারা সারাদিন।

কেন যে তোকে পাইনা,

পাইনা মনে হয়, সারাটা দিন (x2)

Selengkapnya dari Raj Barman

Lihat semualogo

Kamu Mungkin Menyukai