menu-iconlogo
huatong
huatong
avatar

ভালবাসি বলেরে বন্ধু Valobashi Bolere Bondhu

Rajibhuatong
slarue44huatong
Lirik
Rekaman
ভালবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালেরে বন্ধু আমায় কাদালে

তাই বুজি আজ বুক ভেসে যায়

তাই বুজি আজ বুক ভেসে যায় নয়নের জলে..

আমায় কাদালে..

ভালবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালেরে বন্ধু আমায় কাদালে

FOLLOW BY HUSSAIN

ভালোবাসার এমন রীতি

কাঁদিতে হয় দিবা রাতি

ভালোবাসার এমন রীতি

কাঁদিতে হয় দিবা রাতি

তবু আমি মালা গাথি

তবু আমি মালা গাথি.. পড়েছি গলে

আমায় কাদালে

ভালবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালেরে বন্ধু আমায় কাদালে

ভালোবাসা করে যে জন

কাঁদিতে হয় অতি গোপন

ভালোবাসা করে যে জন

কাঁদিতে হয় অতি গোপন

শুকনো বৃক্ষে কষ্ট যেমন

শুকনো বৃক্ষে কষ্ট যেমন

পাতা নাই ডালে.. আমায় কাঁদালে

ভালবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালেরে বন্ধু আমায় কাদালে

থাকতে যদি না পাই তোমায়

থাকতে যদি না পাই তোমায়

চাইনা মরিলে.. আমায় কাঁদালে

ভালবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালেরে বন্ধু আমায় কাদালে

Selengkapnya dari Rajib

Lihat semualogo

Kamu Mungkin Menyukai