menu-iconlogo
huatong
huatong
raju-mondol--cover-image

জীবন আমার বালুচরা

Raju Mondolhuatong
☬🅼🅰🆂🆄🅼🎸🅱🅼🤝,huatong
Lirik
Rekaman
Song: Jibon Amar Baluchora

Singer: Raju Mondol

ID: 62156173872

জীবন আমার বালুচরা

হইল যার অভাবে গো-ও

হইল যার অভাবে-এ

আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

হায়রে আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

জীবন আমার বালুচরা

হইল যার অভাবে গো-ও

হইল যার অভাবে-এ

আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

হায়রে আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

সহিতে পারিনা আমি

ব্যথারি বেদও

মনের মানুষ মন ভাঙ্গিলো

হইল না আপন

সহিতে পারিনা আমি

ব্যথারি বেদও

মনের মানুষ মন ভাঙ্গিলো

হইল না আপন

সর্বহারা তারে ছাড়া

সর্বহারা তারে ছাড়া

কি জানি কি হবে

আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

হায়রে আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

কান্দাইলে কান্দিতে হবে

দুনিয়ার রীতি

জেনে শুনে বন্ধু আমার

ঘটায় দুর্গতি

কান্দাইলে কান্দিতে হবে

দুনিয়ার রীতি

জেনে শুনে বন্ধু আমার

ঘটায় দুর্গতি

ভালোবেসে অবশেষে

ভালোবেসে অবশেষে

এমন দুঃখ দিবে

আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

হায়রে আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

হারানো সে প্রেমের স্মৃতি

ভোলা বড় দায়

কি করে ভুলে থাকি গোও

মনে যারে চায়

হারানো সে প্রেমের স্মৃতি

ভোলা বড় দায়

কি করে ভুলে থাকি গোও

মনে যারে চায়

আকাইদে বলে কেঁদে

আকাইদে বলে কেঁদে

কী সান্তনা দিবে

আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে

হায়রে আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে

জীবন আমার বালুচরা

হইল যার অভাবে গো-ও

হইল যার অভাবে-এ

আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

হায়রে আমার বন্ধু আমার কথা

একবারও না ভাবে-এ

--ধন্যবাদ--

Selengkapnya dari Raju Mondol

Lihat semualogo

Kamu Mungkin Menyukai