menu-iconlogo
huatong
huatong
avatar

EI MOM JOCHONAY ONGO BHIJIYE

RhythmicRajahuatong
💦🍃🪔Ridmik🆁🅰🅹🅰💖EDM🪔🍃💦huatong
Lirik
Rekaman
এসো না গল্প করি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,

এসো না গল্প করি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,

এসো না গল্প করি

দেখো ওই ঝিলিমিলি চাঁদ,

সারারাত আকাশে সলমা-জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,

এসো না গল্প করি।

জাফরানি ওই আলতা ঠোঁটে,

মিষ্টি হাসির গোলাপ ফোটে

মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে,

সুর মিলিয়ে আলাপ ধরি।

দেখো ওই ঝিলিমিলি চাঁদ,

সারারাত আকাশে সলমা-জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,

এসো না গল্প করি।

এই রূপসী রাত আর

ঐ রূপালী চাঁদ

বলে জেগে থাকো

এ লগন আর কখনো

ফিরে পাবে নাকো।

মখমলের ঐ সুজনি ঘাসে,

বসলে না হয় একটু পাশে

মনেহয় মহুয়ারই আতর মেখে,

তোমার কোলে ঘুমিয়ে পড়ি

দেখো ওই ঝিলিমিলি চাঁদ,

সারারাত আকাশে সলমা-জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,

এসো না গল্প করি,

ও.. এসো না গল্প করি।

Selengkapnya dari RhythmicRaja

Lihat semualogo

Kamu Mungkin Menyukai