menu-iconlogo
logo

ও সাথী একবার এসে দেখে যাও আমি

logo
Lirik
ও সাথী

একবার এসে দেখে যাও

আমি কত সুখে আছি

ও সাথী একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

ও সাথী একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

বেঁচে আছি কিনা মরে গেছি

বেঁচে আছি কিনা মরে গেছি

একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

ও সাথী একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

ও সাথী ভূল বুঝে চলে গেছ

আমায় ফেলে একা

কতদিন গত হল

পাইনা তোমার দেখা

ও সাথী ভূল বুঝে চলে গেছ

আমায় ফেলে একা

কতদিন গত হল

পাইনা তোমার দেখা

সেই যে গেলে আর এলেনা

কি দোষ বলো করেছি

একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

ও সাথী একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

ও সাথী কি যে ব্যথা বুকের ভিতর

বুঝাবো কি করে

এত শীঘ্র বদলে গেছ

তুমি কি করে

ও সাথী কি যে ব্যথা বুকের ভিতর

বুঝাবো কি করে

এত শীঘ্র বদলে গেছ

তুমি কি করে

আমি তো যেমন ছিলাম

তেমনই আছি

একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি

ও সাথী একবার এসে দেখে যাও আমি

কত সুখে আছি.

ও সাথী একবার এসে দেখে যাও আমি oleh Rinku - Lirik & Cover