(রিপন+মনি)
তোমার বিচার দিলাম আমি খোদার আদালতে
আমার সাথে হইবো দেখা তোমার আখিরাতে
তোমার বিচার দিলাম আমি খোদার আদালতে
আমার সাথে হইবো দেখা তোমার আখিরাতে
মন ভাঙ্গা আর মজিদ ভাঙ্গা যদি সমান হয়
আখিরাতে তোমার বিচার হবে যে নিশ্চয়
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না....
wwwwww
rrrrrrr
ভালোবাসি তোমায় ভালো.. বাসবো জীবন ভর
মন মাজারে রাখছি তোমায় করবো না আর পর
ও..ভালোবাসি তোমায় ভালো.. বাসবো জীবন ভর
মন মাজারে রাখছি তোমায় করবো না আর পর
আমার বুকে মাথা রাইখা শান্তি পাইতা তুমি
সবি ছিলো মিথ্যা নাটক জানতাম না তো আমি
তোমার কাছে এখন আমি হলাম অচেনা
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না....
wwwwww
rrrrrrr
মনটা এখন কেদেঁ মরে মনের কারাগারে
ক্ষমা নামের ক্ষমা এখন করবো না তোমারে
ও..মনটা এখন কেদেঁ মরে মনের কারাগারে
ক্ষমা নামের ক্ষমা এখন করবো না তোমারে
তোমার কাছে এখন আমি নয়রে কোন দামি
কেমন করে হয়ে গেলাম অপরাধী প্রেমী
তোমার স্মৃতি মনের ভিতর ভুলতে পারি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না....
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না ...
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না....