(Ripon+Moni)
R.....
তোমাকে ছুঁয়ে থাকি,
পরশও বিনা...
অনুভবে আমি জানি ...
তুমি জানো না...
কিভাবে কমলও ফুলে ঝরে জোছনা
শুধু নিশি চাঁদ জানে...
কেউ জানো না..
তোমাকে ছুঁয়ে থাকি,
পরশও বিনা...
অনুভবে আমি জানি ...
তুমি জানো না...
R+M
R.....
দুটি চোখ বুজে আমি ...
তোমাকে যাই গো দেখে ,
ওই রূপ অপরূপা...
নয়নের আড়াল থেকে
ও দুটি চোখ বুজে আমি ...
তোমাকে যাই গো দেখে ,
ওই রূপ অপরূপা...
নয়নের আড়াল থেকে
নয়নের আড়াল থেকে
যদি ভুলে যেতে বল ,
ভোলা যাবে না
অনুভবে আমি জানি...
তুমি জানো না...
কি ভাবে কমলও ফুলে ঝরে জোছনা
শুধু নিশি চাঁদ জানে...
কেউ জানো না..
R+M
R.....
কি পাবো কাছে গেলে...,
না পেলে হারাবো কি
আমি তো.. সবি পেলাম...
কি চাওয়ার আছে বাকি
ও কি পাবো কাছে গেলে...,
না পেলে হারাবো কি
আমি তো.. সবি পেলাম...
কি চাওয়ার আছে বাকি ...
কি চাওয়ার আছে বাকি
তুমি নয় থাকবে দূরে...
পর হবে না..
অনুভবে আমি জানি,
তুমি জানো না ...
তোমাকে ছুঁয়ে থাকি..,
পরশও বিনা...
অনুভবে আমি জানি ...
তুমি জানো না...
অনুভবে আমি জানি ...
তুমি জানো না...