menu-iconlogo
huatong
huatong
avatar

Shemer Bashi - Habib Wahid Feat. Kaya

Rj Rayhanhuatong
𝚁𝙹_𝚁𝚊𝚢𝚑𝚊𝚗🔥🅱️🅱️S⚔️🇧🇩huatong
Lirik
Rekaman
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

আগে তো জানিনা তোমার

সূরে এতো জ্বালারে বাঁশির

সূরে এতো জ্বালা

শ্যামের বাঁশিরে

আগে তো জানিনা তোমার

সূরে এতো জ্বালারে বাঁশির

সূরে এতো জ্বালা

আমি, জানলে কি আর হইলাম

পাগল থাকিতাম একেলারে

আমি জানলে কি আর হইলাম

পাগল থাকিতাম একেলারে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

যে হাটে থাকোরে বাঁশির

নামটি মনো চুড়ারে বাঁশির

নামটি মনো চুড়া

শ্যামের বাঁশিরে

যে হাটে থাকোরে বাঁশির

নামটি মনো চুড়ারে বাঁশির

নামটি মনো চুড়া

আমি, তাহার সনে প্রেম করিয়া

হইলাম বাড়ি ছাড়ারে

আমি তাহার সনে প্রেম করিয়া

হইলাম বাড়ি ছাড়ারে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

ভালোবাসার কিযে জ্বালা

সেতো আর জানেনা রে বাঁশি

সেতো আর জানেনা

শ্যামের বাঁশিরে

ভালোবাসার কিযে জ্বালা

সেতো আর জানেনা রে বাঁশি

সেতো আর জানেনা

সেযে, জানলে কি আর প্রাণ কৃষ্ণ রে

আর কাঁদাইতো না রে

সেযে জানলে কি আর প্রাণ কৃষ্ণ রে

আর কাঁদাইতো না রে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে

আর জ্বালা দিওনা রাধারে

Selengkapnya dari Rj Rayhan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai