menu-iconlogo
huatong
huatong
avatar

Chotto belar se kotha/ ছোট্ট বেলার সে কথা

Robi Chowdhuryhuatong
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻huatong
Lirik
Rekaman
"ছোট্ট বেলার সে কথা"

শিল্পীঃ রবি চৌধুরী

Uploaded by🌷BIPU🌷Follow me🌷121457

ছোট্ট বেলার সে কথা.....

হয়তো বা ভুলে গেছো.....

এক্কা দোক্কা আর কানামাছি খেলা আ..আ..

ছোট্ট বেলার সে কথা...

হয়তো বা ভুলে গেছো....

এক্কা দোক্কা আর কানামাছি খেলা আ..আ..

ছোট্ট বেলার..সে কথা....

Uploaded by🌷BIPU🌷Follow me🌷121457

বৈশাখী ঝড়ে আম কুরাতে

কত দিন গেছে কেটে..

বৃষ্টিতে ভিজে সারাবেলা

মার কাছে খেয়েছি বকুল মেলা আ..আ

ছোট্ট বেলার সে কথা...

Uploaded by🌷BIPU🌷Follow me🌷121457

পুকুর মাঝে পদ্য দেখে

বলতে তুমি দাওনা এনে

কত দুপুর সংঙ্গ করে

সেই পদ্য তোমায় দিয়েছি এনে

ছোট্ট বেলার সে কথা...

Uploaded by🌷BIPU🌷Follow me🌷121457

পুকুর ঘাটে সাতরাতে গিয়ে

হাবুডুবু খেয়ে ছিলে...

সেদিন বাচিয়ে ছিলো কে..?

দেখোতো সে কথা মনে কি পড়ে

ছোট্ট বেলার সে কথা...

Uploaded by🌷BIPU🌷Follow me🌷121457

একদিন কানামাছি খেলতে গিয়ে

তোমায় ধরেছিলাম বুকের মাঝে

সবাই তোমায় কাদিয়ে ছিলো

সেই দিনটি তোমার মনে কি আছে

ছোট্ট বেলার সে কথা...

Uploaded by🌷BIPU🌷Follow me🌷121457

শিশির ভেজা রাত্রি শেষে

বকুল তলে ফুল কুড়াতে

নিত্য ছিলো মোদের যাওয়া

দুজনে গেথেছি কত ফুলের মালা

ছোট্ট বেলার সে কথা...

হয়তো বা ভুলে গেছো

এক্কা দোক্কা আর কানামাছি খেলা আ..আ..

ছোট্ট বেলার সে কথা

হয়তো বা ভুল গেছো

এক্কা দোক্কা আর কানামাছি খেলা আ..আ..

ছোট্ট বেলার সে কথা.......

💃💃 যবানিকা 💃💃

Selengkapnya dari Robi Chowdhury

Lihat semualogo

Kamu Mungkin Menyukai