menu-iconlogo
huatong
huatong
avatar

দেশটা তোমার বাপের নাকি

RONY KHANhuatong
pina_jenhuatong
Lirik
Rekaman
ও দেশটা তোমার বাপের নাকি,,,

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে?

সব জনগণের গলা,,,

<<মিউজিক আপলোডঃ রনি খান>>

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,ম

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,ম

ওরে লুট করে, চুরি করে পালাবে কোথায়?

দারিয়ে আছে জনগণ তোমার পাহারায়

আরে লুট করে, চুরি করে পালাবে কোথায়?

দারিয়ে আছে জনগণ তোমার পাহারায়

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,ম

এখন উন্নয়নের কথা বলে,,,, চুরি করে খায়,,

ওরে দুঃখ কষ্টে,মরছে মানুষ তার হিসেব নাই

উন্নয়নের কথা বলে চুরি করে খায়

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,,ম

Selengkapnya dari RONY KHAN

Lihat semualogo

Kamu Mungkin Menyukai