menu-iconlogo
huatong
huatong
rupak-tiary-tumio-ki-vabo-cover-image

Tumio Ki Vabo

Rupak Tiaryhuatong
mrsmelissamanuhuatong
Lirik
Rekaman
ওই মায়াজালে

পাগল আমি এখনো

তোমার চোখে (চোখে)

যে মায়া জড়ানো (জড়ানো)

এমন খোঁজে জলপরী নিয়ন রূপকথায়

ফিরে-ফিরে ভাবি কেন শুধু তোমার কথা

তুমিও কি ভাবো আমার কথাই তোমার রূপকথায়

খুঁজে-খুঁজে ফেরো কি তুমি আমাকে ঠিক এইভাবে

রোদ এঁকে দেবো আকাশে তুমি এলে আমার কাছে

ভুল করে কোন ডাকনামে ডেকে নেব তোমাকে

অকারণে রোজ স্বভাবে ছুঁয়ে দেব হাতটা তোমার

আধো আলো ওই রাজপথে হেঁটে যাব একসাথে

এমন খোঁজে জলপরী নিয়ন রূপকথায়

ফিরে-ফিরে ভাবি কেন শুধু তোমার কথা

তুমিও কি ভাবো আমার কথাই তোমার রূপকথায়

খুঁজে-খুঁজে ফেরো কি তুমি আমাকে ঠিক এইভাবে

Selengkapnya dari Rupak Tiary

Lihat semualogo

Kamu Mungkin Menyukai