menu-iconlogo
huatong
huatong
rupankararjama-b-tomar-akta-bikel-cover-image

Tomar Akta Bikel

Rupankar/Arjama Bhuatong
no_1_rdnckhuatong
Lirik
Rekaman
তোমার একটা বিকেল দিও

আমার নাহয় একটা রাত নিও

তোমার একটা বিকেল দিও

আমার নাহয় একটা রাত নিও

মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও

মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও

আঁধারে তোমার নামের জোছনা মেখে

জীবনে মরণে তোমার স্মৃতিগুলো আগলে রেখেছি বুকে

তোমার স্মৃতিগুলো আগলে রেখেছি বুকে

তোমার একটা বিকেল দিও

আবেগে অনুরাগে কাছেতে নিও

মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও

স্মৃতি খুঁড়ে খুঁড়ে কাদামাটি

ছাই মাখা পথে দুপায়ে হাঁটি

অন্ধ প্রেমিক তাই কপালে জোট

মিশে গেছে ধুলো-সুখে প্রেম রোদ

তোমার একটা বিকেল দিও

বাঁধন বিরহে কাছে রেখে দিও

মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও

আঘাতে বা আদরে

তুমি আমার প্রতিটি ভোর

দহনে বা শ্রাবণে তোমায় নিয়ে বাঁধি খেলাঘর

অন্ধ প্রেমিক তাই কপালে জোট

মিশে গেছে ধুলো-সুখে প্রেম রোদ

তোমার একটা বিকেল দিও

প্রেমের আগুনে পুড়ে যেতে দিও

তোমার একটা বিকেল দিও

প্রেমের আগুনে পুড়ে যেতে দিও

মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও

মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও

Selengkapnya dari Rupankar/Arjama B

Lihat semualogo

Kamu Mungkin Menyukai