menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ekta Sathi Chilo আমার একটা সাথী ছিল

S D Rubelhuatong
posgullhuatong
Lirik
Rekaman
আমার একটা সাথী ছিল

শিল্পীঃ এস ডি রুবেল

আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে

আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে

মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসেতে

হঠাৎ একদিন খবর এলো

সাথীর নাকি বিয়ে হলো

আমার অজান্তে

এখন বলো দেশে যাবো কার আশাতে

এখন বলো দেশে যাবো কার আশাতে

কাজের ফাঁকে যেতাম ছুটে

দেখতে সাথীর মুখ..

রেশমি চুড়ি কাজল টিপে

খুঁজে পেতো সুখ

কাজের ফাঁকে যেতাম ছুটে

দেখতে সাথীর মুখ

রেশমি চুড়ি কাজল টিপে

খুঁজে পেতো সুখ..

এক পলকে দেখে সে আমায়...

আসতো ছুটে বুকে জড়াতে...

এখন বলো দেশে যাবো কার আশাতে

এখন বলো দেশে যাবো কার আশাতে

গানটি ভালো লাগলে অবশ্যই

গানের শেষে একটা লাইক দিবেন।

বিকেল বেলা পুকুর ঘাটে

জমতো আসর বেশ

মাছ ধরারই ছলে প্রেমের গল্প হতো শেষ

বিকেল বেলা পুকুর ঘাটে

জমতো আসর বেশ

মাছ ধরারই ছলে প্রেমের গল্প হতো শেষ

প্রতি রাতে স্বপ্ন মায়ায় সে...

ডাকতো কাছে ভালোবাসাতে...

আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে

আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে

মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসেতে

হঠাৎ একদিন খবর এলো

সাথীর নাকি বিয়ে হলো

আমার অজান্তে

এখন বলো দেশে যাবো কার আশাতে

এখন বলো দেশে যাবো কার আশাতে

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Selengkapnya dari S D Rubel

Lihat semualogo

Kamu Mungkin Menyukai