menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Arek Jonom Ami Pai

S M Sharathuatong
palmcoast15huatong
Lirik
Rekaman
যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

আপনাদের পছন্দের নতুন পুরাতন গান আসবে

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

তুমি তো খুজে নিলে সুখের ভুবন

আমার হৃদয় পুড়ে ছাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

আরো নতুন নতুন গান পেতে আমার

song book দেখতে পারেন

আরো সুন্দর সুন্দর গান

রয়েছে আপনাদের জন্য

তোমাকে ভালবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তোমাকে ভালবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শত ব্যাথা সইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

গান যদি ভালো লাগে অবশ্যই

লাইক করতে ভুলবেন না

Selengkapnya dari S M Sharat

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

Jodi Arek Jonom Ami Pai oleh S M Sharat - Lirik & Cover