menu-iconlogo
huatong
huatong
avatar

গরু লইয়া যাওরে রাখাল

Sabina Yasmin/Andrew Kishorehuatong
⚜️HAFIZ-UDDIN⚜️huatong
Lirik
Rekaman
কথায় বলে পাগলা শেয়াল ভালোনা

মাটির দেয়াল ভালোনা আর বড়লোকের মেয়ের খেয়াল ভালোনা।

Uploaded

HAFIZ_UDDIN

‍ গরু লইয়া যাওরে রাখাল

শুইনা লইয়াছি

ফুটা ফুলের গন্ধ্য ভালো

নিচলা মুকুলরে প্রাণ কান্দে রাখাল বন্ধুরে

নিতি আসো নিতিরে যাও এইনা পন্থদিয়া

বনের ভ্রমর পাগল করো বাশরি বাজাইয়া

পূবালী বাতাসে বাশি বাজাও ধিরে ধিরে

ফুল ছাড়িয়া ফুলের ভ্রমর

উইড়া উইড়া ফিরেরে

প্রাণ কান্দে রাখাল বন্ধুরে।

আমি তো গরুর রাখাল

মাঠে মাঠে থাকি

বাশরী বাজাইয়া পালের

গরু বাচুর ডাকিরে

কান্দে বাশি কার লাইগারে

কি বুঝি ফুলেরি গন্ধ্য

কি বুঝি মুকুল বারণ করলে তুলিবোনা

এই বাগানের ফুল

আমি যে রাখাল তুমি রাজারও ঝিয়ারী

নিষেধ দিলে বাজাবোনা

আমারো বাশরিরে

কান্দে বাশি কার লাইগারে।

এই চরের শেষ সীমানায়

আমার বসত গাও

বাবলা বনে ঘুইড়া যাইতে লাগে ডিঙ্গা নাও

এই না পথে যাইতে কন্যা বারণ করো যদি

এপান্তরের পথে যাইমু সাতারিয়া নদীরে

কান্দে বাশি কার লাইগারে।

‍ মাঠে থাকো গরু রাখো

কথার না পাও দিস

বাড়ীত গিয়ে ভাউজের সনে

কইরো পরামিস

কাইল দুপুরে গরু লইয়া এইনা পথো দিয়া

বাবলা বনে যাইও আবার

বাশরি বাজাইয়ারে

প্রাণ কান্দে রাখাল বন্ধুরে

প্রাণ কান্দে রাখাল বন্ধুরে

Thanks

Selengkapnya dari Sabina Yasmin/Andrew Kishore

Lihat semualogo

Kamu Mungkin Menyukai