menu-iconlogo
huatong
huatong
avatar

শুধু গান গেয়ে পরিচয়

Sabina Yasmin/Ashahuatong
peace_russellhuatong
Lirik
Rekaman
শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

চলার পথে খনিক দেখা

একি শুধু অভিনয়।

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে

এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে

চুপি চুপি দোলা দেয়

ওগো জোছনা তুমি বলোনা

কেন যে উতলা এ হৃদয়।

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

চলার পথে খনিক দেখা

একি শুধু অভিনয়।

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা

নীড়ে পাখি ফিরে যায়

তবু আকাশে,গানের আভাসে

চলারও কাহিনী লেখা রয়

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

চলার পথে খনিক দেখা

একি শুধু অভিনয়।

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

Selengkapnya dari Sabina Yasmin/Asha

Lihat semualogo

Kamu Mungkin Menyukai