menu-iconlogo
logo

Bhalobaste Giye Ami

logo
avatar
Sabina Yasmin/Kumar Bishwajit/Baby Nazninlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
Nyanyi di Aplikasi
Lirik
মেয়েঃ আ..আ আ আ....

আ..আ আ আ....

আ আ আ..

আ আ আ..

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

ছেলেঃ আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এ..লাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

মেয়েঃ কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এ..লাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

আলো ভেবে মনে

জড়াতে যাকে চাই

আলো নয় সে আলেয়া

কি করে যে বোঝাই

ছেলেঃ আমার ভালোবাসা

ছিলোনা কোনো ভুল

তবুও দিতে হলো

ভুলেরই এ মাসুল

মেয়েঃ মিথ্যে কিছু স্বপ্নে

মনটা সাজিয়েছিলাম..

মিথ্যে কিছু স্বপ্নে

মনটা সাজিয়েছিলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এলাম..

ছেলেঃ ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

মেয়েঃ কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

দূরে সরে যাবো

হবোনা বাঁধা আর

সুখে থাকো তুমি

শুভ কামনা আমার

ছেলেঃ জীবন হয়ে গেলো

বেদনার বালুচর

বুকে চাপা কান্না

হৃদয়ে বইছে ঝড়

মেয়েঃ অন্তর গেলো ভেঙ্গে

প্রেমতো হয়েছে নিলাম

ওওও অন্তর গেলো ভেঙ্গে

প্রেমতো হয়েছে নিলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এ..লাম..

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

ছেলেঃ আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এ..লাম

মেয়েঃ ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

Bhalobaste Giye Ami oleh Sabina Yasmin/Kumar Bishwajit/Baby Naznin - Lirik & Cover