menu-iconlogo
huatong
huatong
avatar

ছাড়িয়া যাইও না বন্ধুরে | Chariya Jaiona

Salma/Chowdhury Kamal | Chariya Jaiona Bondhurehuatong
oconnorj20005huatong
Lirik
Rekaman
ছাড়িয়া যাইও না বন্ধুরে

ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ..ছাড়িয়া যাইও না বন্ধুরে

কথা রাখো কাছে থাকো যাইয়ো না গো দূরে

কথা রাখো কাছে থাকো যাইয়ো না গো দূরে

বন্ধুরে..যাইয়ো না গো দূরে

দূরে গেলে পরান আমার

ছট ফট ছট ফট করে রে

ওরে দূরে গেলে পরান আমার

ছট ফট ছট ফট করে রে

প্রাণনাথ..ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ..ছাড়িয়া যাইও না বন্ধুরে

তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী

তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী

বন্ধুরে..মিছা দোষের ভাগী

তোমারে না পাইলে আমি বিনা রোগে রোগী রে

ওরে তোমারে না পাইলে আমি

বিনা রোগে রোগী রে

প্রাণনাথ..ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা

তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা

বন্ধুরে..এই আমার বাসনা

ওরে মন যারে চায়

তারে ছাড়া মনেতো বুঝেনা রে

ওরে মন যারে চায়

তারে ছাড়া মনেতো বুঝেনা রে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

বাউল আব্দুল করিম বলে কি বলিবো বেশি

ওস্তাদ আব্দুল করিম বলে কি বলিবো বেশি

বন্ধুরে..কি বলিবো বেশি

ওরে মনে চায় দেখিতে তোমার

চান্দো মুখের হাসি রে

ওরে মনে চায় দেখিতে তোমার

চান্দো মুখের হাসি রে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

Selengkapnya dari Salma/Chowdhury Kamal | Chariya Jaiona Bondhure

Lihat semualogo

Kamu Mungkin Menyukai