menu-iconlogo
logo

একাত্তরের মা জননী

logo
Lirik
1 একাত্তরের মা জননী,

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী,

কোথায় তোমার মুক্তি সেনার দল।

যারা অস্ত্র হাতে ধরেছিলো..

মাগো তোমার তরে মরেছিলো..

ও মা যাদের ভয়ে পালিয়েছিলো

শত্রু সেনার দল।

ও……ও…ও. মা!

2একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

3 আজো কেনো তোমার বুকে

জ্বলছে আগুন,চলছে গুলি,মরছে মানুষ।

জবাব তোমায় দিতেই হবে মাগো,

জবাব তোমায় দিতেই হবে মা।

4 সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি,

স্বদেশ আমার মাতৃভূমি।

জবাব তোমায় দিতেই হবে মাগো,

জবাব তোমায় দিতেই হবে মা।

5 কেনো বিদ্যালয়ে ফুটছে বোমা,

এই কি পেলাম শিক্ষা ও মা।

লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,

চোখে দুঃখের জল।

ও…ও…….. মা ।

6 একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

71..EKATTORER MA JONONI

7 আজো কেনো তোমার বুকে

ঘুরছে তারা,একাত্তরের দালাল যারা।

জবাব তোমায় দিতেই হবে মাগো,

জবাব তোমায় দিতেই হবে মা।

8 লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,

এই কি তাদের স্বপ্ন ছিলো।

জবাব তোমায় দিতেই হবে মাগো,

জবাব তোমায় দিতেই হবে মা।

9 ও মা রক্তে ভেজা এই না মাটি,

জীবন দিয়ে রাখবো খাটি।

শপথ নিলাম আজকে তরুণ ছাত্র ছাত্রী দল।

ও…ও……..মা।

10একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

যারা অস্ত্র হাতে ধরেছিলো,

মাগো তোমার তরে মরেছিলো।

মা যাদের ভয়ে পালিয়েছিলো

শত্রু সেনার দল।

ও……ও…. মা!

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী oleh salman - Lirik & Cover