Song:- Haar Kala Korlam Re 
Artist:- Samrat 
Album:- Auttopor 
. 
. 
হাইল্যা লোকের লাঙ্গল বাঁকা 
জনম বাঁকা চাঁদ রে 
জনম বাঁকা চাঁদ। 
ও রে হাইল্যা লোকের লাঙ্গল বাঁকা 
জনম বাঁকা চাঁদ রে 
জনম বাঁকা চাঁদ। 
তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় 
তাহার চাইতে অধিক বাঁকা 
যারে দিছি প্রাণ রে 
দুরন্ত পরবাসে।। 
……………………………………… 
আমার হাড় কালা করলাম রে 
হায়রে আমার দেহ কালার লাইগারে 
ও রে অন্তর কালা করলাম রে 
দুরন্ত পরবাসে।। 
. 
Uploaded by Amit_OSS 
. 
মনো রে............... 
ও রে কূল বাঁকা গাঙ বাঁকা 
বাঁকা গাঙের পানি রে 
বাঁকা গাঙের পানি। 
সকল বাঁকায় বাইলাম নৌকা হায় হায় 
সকল বাঁকায় বাইলাম নৌকা 
তবু বাঁকা রে না জানি 
দুরন্ত পরবাসে।। 
. 
Uploaded by Amit_OSS 
. 
মনো রে............... 
ও রে হাড় হইলো জড়ো জড়ো 
অন্তর হইল পোড়া রে 
আমার অন্তর হইল পোড়া 
পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায় 
পিড়িতি ভাঙ্গিয়া গেলে 
নাহি লাগে জোড়া রে 
দুরন্ত পরবাসে।। 
…………………………………….. 
আমার হাড় কালা করলাম রে 
হায়রে আমার দেহ কালার লাইগারে 
ও রে অন্তর কালা করলাম রে 
দুরন্ত পরবাসে, 
ও রে অন্তর কালা করলাম রে 
দুরন্ত পরবাসে, 
ও রে অন্তর কালা করলাম রে 
দুরন্ত পরবাসে।। 
Thank You.....