menu-iconlogo
huatong
huatong
avatar

অবহেলা

Samz vaihuatong
samiulkhan12huatong
Lirik
Rekaman
আমার সপনে আমার লেখা গানে

তুমি শুধু সেই মেয়ে,

কোথায় হারালে আমাকে ছেড়ে

বলোনা কোন সে দূরে।

আমারও একা থাকা আর ভালো লাগে না

কি করি তোমায় ছাড়া আমি কিছুই বুঝিনা।

কে তুমি আমার মন নিয়ে হায়

করে গেছো খেলা,

ভালোবাসার বদলে শুধু

করেছো অবহেলা।

আর কত রাত এভাবে থাকবো

তুমি হিনা আর কতো রাত কাটাবো,

জানো না তুমি কেন বোঝোনা

কতটা বেসেছি ভালো।

কি ভুলে তুমি গেছো চলে

সব কিছু করে এলমেলো,

আহারে জিবন তুমি হিনা

কাটেনা আর আমার,

তোমারই মাঝে দেখেছি আমি

কতো সপনো হাজার..

কে তুমি আমার মন নিয়ে হায়

করে গেছো খেলা,

ভালোবাসার বদলে শুধু

করেছো অবহেলা।

Selengkapnya dari Samz vai

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

অবহেলা oleh Samz vai - Lirik & Cover