menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মনের মাঝে

Samz vaihuatong
loosegoose1huatong
Lirik
Rekaman
আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।

আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।

ও তুই কোন প্রেমেতে মন মজাইলি,

আমারে ছাড়িয়া..

সবই গেলো বৃথায় আমার

তোরই লাগিয়া রে,

সবই গেলো বৃথায় আমার

তোরই লাগিয়া।

FOLLOW ME

(Track By)

হ..মনটা জুড়ে আছিস শুধু তুই

আর কেউ তো থাকে না,

তুই ছাড়া এ মন টা আমার

অন্য কিছু চায় না।

মনটা জুড়ে আছিস শুধু তুই

আর কেউ তো থাকে না,

তুই ছাড়া এ মন টা আমার

অন্য কিছু চায় না।

ডায়রিটার মাঝে আজও

সব স্মৃতি জমা আছে,

আয়না ফিরে, দেখে যা মন

তোকে শুধুই ভালোবাসে

আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।

আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।

ও তুই কোন প্রেমেতে মন মজাইলি

আমারে ছাড়িয়া..

সবই গেলো বৃথায় আমার

তোরই লাগিয়া।

মনের মাঝে তুই ছাড়া কেউ নাই

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।

আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই।

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই

আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই

Selengkapnya dari Samz vai

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

আমার মনের মাঝে oleh Samz vai - Lirik & Cover