menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি পুর্নিমারই আলো

Samz vaihuatong
draodraohuatong
Lirik
Rekaman
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি

চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া

প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা

কেনো তুমি বুঝ না

আমার মনের ব্যাথা

পাবো তোমায় খুজে আমি কোথায়

সেই তুমি কেনো এত অচেনা

আমাকে তুমি বুঝেও বুঝলে না

তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি

চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া

প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা

হৃদয়টার মাজারে রাখিলাম আদরে

কত যত্নে পুষিয়া

এভাবে আমাকে অবহেলা করে

কেনো গেলে চলিয়া

হৃদয়টার মাজারে রাখিলাম আদরে

কত যত্নে পুষিয়া

এভাবে আমাকে অবহেলা করে

কেনো গেলে চলিয়া

কে বুঝে আমাকে তুমি বিহনে

ভুলে গেছো কি সব সৃতি

বুঝি না কেনো যে রোজ রাতে স্বপ্নে

শুধু করো ডাকাডাকি

তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি

চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া

প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা

তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি

চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া

প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা

Selengkapnya dari Samz vai

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

তুমি পুর্নিমারই আলো oleh Samz vai - Lirik & Cover