menu-iconlogo
huatong
huatong
avatar

বিধি আমার ভাগ্য লিখন - নুপুর সরকার

Sathi Khanhuatong
Rainbow8684huatong
Lirik
Rekaman
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু কমিয়ে নিবেন।

বিধি আমার ভাগ্য লিখন, যেইদিন লিখলারে..।

বিধি আমার ভাগ্য.....লিখন, তুমি যেইদিন লিখলারে।

সেইদিন বুঝি, সুখ ছিলোনা....., তোমার ভান্ডারে।

বিধি আমার ভাগ্য লিখন, যেইদিন লিখলারে।

বিধি আমার ভাগ্য..... লিখন যেইদিন লিখলারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

তুমি নাকি দয়ার সাগর, রহিম রহমান।

আমার বেলায় সেই সাগরে..পরলো কেনো টান।

বিধি পরলো কেনো টান।

তুমি নাকি দয়ার সাগর রহিম রহমান।

আমার বেলায় সেই সাগরে পরলো কেনো টান।

কান্দিতেছে সারাজীবন,

কান্দিতেছে সারাজীবন।

শেষ ত হইলো না।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে।

অথৈ নদী দিলা কেনো আমার চোখে

চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে।

অথৈ নদী দিলা কেনো আমার চোখে

জনম দুঃখী পোড়া কপাল

জনম দুঃখী পোড়া কপাল

করলা কেনো রে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

বিধি আমার ভাগ্য লিখন যেইদিন লিখলারে।

বিধি আমার ভাগ্য.....লিখন যেইদিন লিখলারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা তোমার ভান্ডারে।

সেইদিন বুঝি সুখ ছিলোনা.........।

তোমার ভান্ডারে...।

Selengkapnya dari Sathi Khan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai