menu-iconlogo
huatong
huatong
avatar

se kon doridiya

Shafin Ahmedhuatong
mnt30082huatong
Lirik
Rekaman

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে

সে আছে অন্তরে

ঝড়ের রাতে আপন হয়ে

আসে আমার বুকে

চাঁদের আলোয় জোয়ার আনে

ভালোবাসার সুখে

ঝড়ের রাতে আপন হয়ে

আসে আমার বুকে

চাঁদের আলোয় জোয়ার আনে

ভালোবাসার সুখে

আমার দরদিয়া এমন মধুর

চেয়ে থাকি চোখে

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে

সে আছে অন্তরে

বুকের মাঝে বসত গড়ে

কেন তবু দূরে

চাই যখন পাইনা তখন

খুঁজে ফিরি তারে

বুকের মাঝে বসত গড়ে

কেন তবু দূরে

চাই যখন পাইনা তখন

খুঁজে ফিরি তারে

আমার দরদিয়া এমন নিঠুর

দেখেনা তাকিয়ে

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

Selengkapnya dari Shafin Ahmed

Lihat semualogo

Kamu Mungkin Menyukai