আপলোডঃশহিদুল ইসলাম
মিউজিক
কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল
কোন দেশেতে চ'ল্তে গেলে
দ'লতে হয় রে দুৰ্ব্বা কোমল
কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল
কোন দেশেতে চ'ল্তে গেলে
দ'লতে হয় রে দুৰ্ব্বা কোমল
কোথায় ফলে সোনার ফসল,
সোনার কমল ফোটে রে
সে আমাদের বাংলা দেশ,
আমাদেরই বাংলা রে
সে আমাদের বাংলা দেশ,
আমাদেরই বাংলা রে
আপলোডঃশহিদুল ইসলাম
মিউজিক
কোথায় ডাকে দোয়েল শ্যামা
ফিঙে গাছে গাছে নাচে
কোথায় জলে মরাল চলে
মরালী তার পাছে পাছে
কোথায় ডাকে দোয়েল শ্যামা
ফিঙে গাছে গাছে নাচে
কোথায় জলে মরাল চলে
মরালী তার পাছে পাছে
বাবুই কোথা বাসা বোনে
চাতক বারি যাচে রে
সে আমাদের বাংলা দেশ,
আমাদেরই বাংলা রে
সে আমাদের বাংলা দেশ,
আমাদেরই বাংলা রে
আপলোডঃশহিদুল ইসলাম
মিউজিক
কোন দেশের দুর্দ্দশায় মোরা
সবার অধিক পাই রে দুখ
কোন দেশের গৌরবের কথায়
ভরে ওঠে মোদের বুক
কোন দেশের দুর্দ্দশায় মোরা
সবার অধিক পাই রে দুখ
কোন দেশের গৌরবের কথায়
ভরে ওঠে মোদের বুক
মোদের পিতৃপিতামহের
চরণ ধূলি কোথায় রে
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে