menu-iconlogo
huatong
huatong
shakib-khanapu-biswas--cover-image

এক বিন্দু ভালোবাসা দাও

Shakib khan/Apu Biswashuatong
ou812_99635huatong
Lirik
Rekaman
এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো,

চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি

কি আছে তোমার মাঝে,

বলো কি আছে তোমার মাঝে,

কাছে যদি ডাকো,পাশে যদি রাখো

কিছু আমি চাইনা যে,,

আর কিছু আমি চাইনা যে

এক নিঃশাসে এক বিশ্বাসে

এক নিঃশাসে এক বিশ্বাসে

তোমার প্রেমে আমি বেচে রবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো,

যতো বারই ভাবি ভাসে তোমার ছবি

পারিনা মুছে দিতে,,

আমি পারিনা মুছে দিতে

কি যে হবে ক্ষতি করো যদি সাথী

জীবনও চলার পথে,,

তোমার জীবনও চলার পথে

এক অন্তরে এক বন্দরে,,

এক অন্তরে এক বন্দরে,,

আপন করে আমি বেধে নেবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো,

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো,

এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক শিন্দু হৃদয় দেবো,

Selengkapnya dari Shakib khan/Apu Biswas

Lihat semualogo

Kamu Mungkin Menyukai