**ছায়াছবি - বিষবৃক্ষ
**গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়
**সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়
**শিল্পী - শক্তি ঠাকুর
নিয়তি কখন খেলে কোন খেলা
সেই খেলাতে খেলছে মানুষ
সকাল দুপুর সাঁঝবেলা
নিয়তি কখন খেলে কোন খেলা
সেই খেলাতে খেলছে মানুষ
সকাল দুপুর সাঁঝবেলা
**ট্র্যাকটি আপনাদের সেবায় নিবেদন সোমনাথ চট্টরাজ এর, আই ডি-62014115690
মনে লোভের লাগলে ছোঁয়াচ
হিরে ফেলে নেয় তুলে কাঁচ
মনে লোভের লাগলে ছোঁয়াচ
হিরে ফেলে নেয় তুলে কাঁচ
মুঠি ভরে ধরলে সোনা
হয়ে যায় মাটির ঢেলা
নিয়তি কখন খেলে কোন খেলা
**ট্র্যাকটি আপনাদের সেবায় নিবেদন সোমনাথ চট্টরাজ এর, আই ডি-62014115690
মানুষের মন না মতি
কেউ বোঝে না তার প্রকৃতি
মানুষের মন না মতি
কেউ বোঝে না তার প্রকৃতি
উজানে মন যাচ্ছে ভেবে
ভাটির টানে চলে ভেলা
মনের ঘরে চুরি করে
নিজেই বেড়ায় বেড়ি পরে
মনের ঘরে চুরি করে
নিজেই বেড়ায় বেড়ি পরে
আসল ভেবে নকল নিয়ে
নিজেই বাধায় ঝুট ঝামেলা
নিয়তি কখন খেলে কোন খেলা
সেই খেলাতে খেলছে মানুষ
সকাল দুপুর সাঁঝবেলা