menu-iconlogo
huatong
huatong
shawon-gaanwala-tomar-akashe-cover-image

Tomar Akashe

Shawon Gaanwalahuatong
prittyboyhuatong
Lirik
Rekaman
তোমার আকাশে আমি হবো ভাসমান মেঘ

তুমি দখিনা বাতাস হয়ে দিও আমাকে উড়ে চলার গতিবেগ

তোমার আকাশে আমি হবো ভাসমান মেঘ

তুমি দখিনা বাতাস হয়ে দিও আমাকে উড়ে চলার গতিবেগ

আমি উড়বো মনের সুখে ছড়িয়ে ওই আকাশে

হৃদয়ের অসীম আবেগ

আমি উড়বো মনের সুখে ছড়িয়ে ওই আকাশে

হৃদয়ের অসীম আবেগ

আমি যাবো উড়ে উড়ে কত না অচিনপুরে

মেলাবো শীতল ছায়া জুড়িয়ে অনেক মায়া

নিভাবো বৃষ্টির জলে মনের যত আগ

জাগিয়ে বুকের ভেতর নিত্য নব অনুরাগ

আমি উড়বো মনের সুখে ছড়িয়ে ওই আকাশে

হৃদয়ের অসীম আবেগ

আমি উড়বো মনের সুখে ছড়িয়ে ওই আকাশে

হৃদয়ের অসীম আবেগ

আমি হবো ললিতধারা হই যদি গতিহারা

তুলবো ছন্দের ঝড় টিনের চালার উপর

শোনাবো বৃষ্টির গান সুরের শত রাত

ভরিয়ে তৃষিত অন্তর বেজে উঠবে বেহাগ

আমি উড়বো মনের সুখে ছড়িয়ে ওই আকাশে

হৃদয়ের অসীম আবেগ

আমি উড়বো মনের সুখে ছড়িয়ে ওই আকাশে

হৃদয়ের অসীম আবেগ

Selengkapnya dari Shawon Gaanwala

Lihat semualogo

Kamu Mungkin Menyukai