মনে মনে আজও কেন যে ছন্দ সাজাই
তোমাকে পাওয়ার আশা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়
আমার এই নিশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায়
মনে হয় এই রাতেই চলে যাব দূর অজানায়
চলে গেলে তুমি বুকটা হবে মরুভূমি
কীভাবে থাকি উড়ে যায় পরান পাখি
আমার মন কেন শুনছে না বারণ?
আনমনে ভাবছে তোমায় কারণ-অকারণ
অভিনয় করে বছর কাটালি
জীবনের খেলায় আমায় হারালি
নিজেকে এখন প্রশ্ন করি
কেন বানিয়েছিলাম তোকে এতটা দামি?
মনে মনে আজও কেন যে ছন্দ সাজাই
তোমাকে পাওয়ার আশা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়
আমার এই নিশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায়
মনে হয় এই রাতেই চলে যাব দূর অজানায়
এখনও তোকে ভেবে রাতে চোখ বুজি
কল্পনাতে হারানো স্মৃতি খুঁজি
আমার মন কেন শুনছে না বারণ?
আনমনে ভাবছে তোমায় কারণ-অকারণ
অভিনয় করে বছর কাটালি
জীবনের খেলায় আমায় হারালি
নিজেকে এখন প্রশ্ন করি
কেন বানিয়েছিলাম তোকে এতটা দামি?
মনে মনে আজও কেন যে ছন্দ সাজাই
তোমাকে পাওয়ার আশা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়
আমার এই নিশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায়
মনে হয় এই রাতেই চলে যাব দূর অজানায়