menu-iconlogo
logo

Amito Noi Beiman

logo
avatar
Shiekh Sadilogo
🥉💙FARHAN-1💙🥉logo
Nyanyi di Aplikasi
Lirik
গানঃ পড়াইয়া পিরিতের রশি

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতে দোষী

কই রইলাই রে সোনা চান

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতে দোষী

কই রইলাই রে সোনা চান

মনে চায় যখন আসিও তখন

মনে চায় যখন আসিও তখন

করবো না বিন্দুমাত্র অপমান

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান।।

সারা জনম থাকবি পাশে

দিয়েছিলি কথা

রাতারাতি ভুইলা গেলি

প্রানে দিলি ব্যাথা

সারা জনম থাকবি পাশে

দিয়েছিলি কথা

রাতারাতি ভুইলা গেলি

প্রানে দিলি ব্যাথা

কার সঙ্গ নিলি

আমায় ছাড়িলি

কার সঙ্গ নিলি

আমায় ছাড়িলি

কেমনে হইলি এত ব্যবধান

আমি তো নইরে বন্ধু

তোর মত বেঈমান

আমি তো নইরে বন্ধু

তোর মত বেঈমান

অপেক্ষা করুন

3️⃣কত সুখে দিন যায় আমার

উপরওয়ালা জানে

ভিন মানুষের আনাগোনা

তোমার মন উঠানে

কত সুখে দিন যায় আমার

উপরওয়ালা জানে

ভিন মানুষের আনাগোনা

তোমার মন উঠানে

বলে শামরানে

কিবা কারনে

বলে শামরানে

কিবা কারনে

দিয়েছো আমায়

এমন প্রতিদান

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান

আমি তো নইরে বন্ধু

তোর মতে বেঈমান

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতে দোষী

কই রইলাই রে সোনা চান

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতে দোষী

কই রইলাই রে সোনা চান

মনে চায় যখন আসিও তখন

মনে চায় যখন আসিও তখন

করবো না বিন্দুমাত্র অপমান

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান

আমি তো নইরে বন্ধু

তোর মতে বেঈমান

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান

ধন্যবাদ সবাই কে

Amito Noi Beiman oleh Shiekh Sadi - Lirik & Cover