মনের আরেক নাম আয়না যদি হয়
প্রেমের কি নাম দিবো বলনা
আ~মি প্রেমের কি নাম দিবো বলনা
মনের আরেক নাম আয়না যদি হয়
প্রেমের কি নাম দিবো বলনা
আ~মি প্রেমের কি নাম দিবো বলনা
ভালবাসা হয় যদি পাঠ্যশালা
প্রেমের আরেক নাম কাটার জ্বালা~ কাটার জ্বালা
ভালবাসা হয় যদি পাঠ্যশালা
প্রেমের আরেক নাম কাটার জ্বালা~ কাটার জ্বালা
সে প্রেম আমায় দিওনা গো
প্রেমের কি নাম দিবো বলনা
আ~মি প্রেমের কি নাম দিবো বলনা
নয়নের নী~ড়ে ছবি আঁকা যায়
ভালবাসা কেও পায় কেওবা হারায়~ কেওবা হারায়
নয়নের নী~ড়ে ছবি আঁকা যায়
ভালবাসা কেও পায় কেওবা হারায়~ কেওবা হারায়
সে প্রেম আমায় দিওনা গো
প্রেমের কি নাম দিবো বলনা
আ~মি প্রেমের কি নাম দিবো বলনা
ভালবেসে কেও যদি দূরে সরে যায়
শাহ্ আলী বলে সেই বড় অসহায় বড় অসহায়
ভালবেসে কেও যদি দূরে সরে যায়
শীমুল হাসান বলে সেই বড় অসহায় বড় অসহায়
সে প্রেম আমায় দিওনা গো
প্রেমের কি নাম দিবো বলনা
আ~মি প্রেমের কি নাম দিবো বলনা
মনের আরেক নাম আয়না যদি হয়
প্রেমের কি নাম দিবো বলনা
আ~মি প্রেমের কি নাম দিবো বলনা
আ~~মি প্রেমের কি নাম দিবো~~ বলনা