Song: Jadukor (জাদুকর)
Band: Shironamhin
Country: Bangladesh
Year: 2017
JalTarang
room id#110474
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি
বিষদাঁত, তারপর
বিপন্ন,
বিষন্ন,
তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়
হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু
বসে নেই, জাদুকর
শূন্য
করিডোরে
পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই ....
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত
জনতা
ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর
হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়
JalTarang
room id#110474
ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ
ছড়িয়ে দেবে
নিয়তির শরীরে,
বুকের পাঁজরে ..
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত
জনতা
ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর
হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়
JalTarang
room id#110474
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি
বিষদাঁত, তারপর ....